বেলাল খানের সুরে তিন তারকার একই স্বপ্ন

বেলাল খানের সুরে তিন তারকার একই স্বপ্ন

বিনোদন ডেস্ক : সংগীতের দুই তারকা বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। তবে সচরাচর এক অ্যালবামে পাওয়া যায় না তাদের গান। এবার এক অ্যালবামে তাদের গান পাওয়া যাবে। দুজনে গেয়েছেন ‘একই স্বপ্ন’ শিরোনামের একটি বিশেষ অ্যালবামে। এতে দুই বোনের সঙ্গে এবারই প্রথম অ্যালবামে গাইলেন সংগীতের আরেক প্রিয় মুখ শারমিন রমা। গানের পাশাপাশি যাকে সংবাদ পাঠিকা হিসেবেও চেনেন দর্শক। আসছে ঈদ উপলক্ষে সদ্য রেকর্ড শেষ হওয়া বিশেষ এই অ্যালবামটির সুর করেছেন বেলাল খান। গান লিখেছেন রবিউল ইসলাম জীবন ও নিহার আহমেদ। ঈদে সিএমভির ব্যানার হয়ে জিপি মিউজিকে প্রকাশ পাচ্ছে তিন গানের ‘একই স্বপ্ন’। অ্যালবামটি প্রসঙ্গে বেলাল খান বলেন, ‘এটা আমার সৌভাগ্য। তিনজন অসম্ভব গুণী শিল্পীর কাজ করেছি এবার। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এ ক্ষেত্রে তাদের সহযোগিতাও পেয়েছি। আশা করছি, তাদের কণ্ঠে এবার নতুন কিছু পাবেন শ্রোতারা।’ সামিনা চৌধুরী বলেন, ‘বেলাল খুবই ভালো কাজ করছে এখন। আমাকে অসাধারণ একটি গান গাইতে দিয়েছে। এক কথায় মুগ্ধ গানটি গেয়ে।’ ‘একই স্বপ্ন’ অ্যালবামের গান তিনটি হলো, পিপিলিকা, একই স্বপ্ন এবং আমি প্রশ্ন হয়ে যাই।…read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *