‘এসো না এসো না এতটা কাছে/রাতেরও পেয়ালায় কি জাদু আছে’—এগুলো কণার গাওয়া ‘দ্য স্পিড’ ছবির আইটেম গানের কথা। বিভিন্ন অনুষ্ঠানে নাচের সঙ্গে শোনা যায় গানটি। ‘বিগ ব্রাদার’ ছবির ‘এই শোনো মায়াবী আঁধারে’ এবং ‘ইউটার্ন’ ছবির ‘আমার কাঁচা বরই’ গান দুটির জন্যও ভালো রেসপন্স পেয়েছেন এই গায়িকা। ‘দেহরক্ষী’, ‘জোনাকীর আলো’, ‘পদ্মপাতার জল’ আরো বেশ কিছু ছবিতে আইটেম গান গেয়েছেন কণা। ….read more
