জুন মাস থেকে চ্যানেল আইয়ে দেখা যাবে বিবিসির ‘প্রবাহ’। বিবিসি বাংলা এবং চ্যানেল আই’র যৌথ প্রযোজনার সাপ্তাহিক অনুষ্ঠানটি সম্প্রচারে চুক্তি সই করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)। চ্যানেল আই ভবনে সোমবার বিকেলে চুক্তিটি সই হয়।
সেসময় উপস্থিত ছিলেন বিবিসি ওয়ার্ল্ড গ্রুপ সার্ভিসের ডিরেক্টর এবং নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর ফ্রান আনসওয়ার্থ, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস গ্রুপের কন্ট্রোলার অব ল্যাঙ্গুয়েজেস লিলিয়ান ল্যান্ডার, বিবিসি বাংলার প্রধান সাবির মুস্তাফা, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং নির্বাহী পরিচালক ইসরারুল হক।
চুক্তি সইয়ের পর ফ্রান আনসওয়ার্থ বলেন, বাংলাদেশের মানুষ চ্যানেল আই নিয়ে গর্বিত। আর আমরা মনে করি, চ্যানেল আই খুবই বিশ্বস্ত এক সঙ্গী। আশা করছি এই অনুষ্ঠান বাংলাদেশের মানুষের উপর বেশ ভালো এবং ইতিবাচক প্রভাব ফেলবে।…read more