অ্যালবামে রমার গায়কী প্রশংসা কুড়ায় সবার। তাঁর গলায় নতুনত্ব খুঁজে পায় শ্রোতারা। মনে মনে এই গায়িকাকে ঘিরে আশার বীজও বুনেছে অনেকে। তবে পরে রমা ইংল্যান্ডে চলে গেলে সংগীতে তাঁর চলার পথও কিছুটা থেমে যায়। দুই বছর পর দেশে ফেরেন তিনি। এসে আবারও সব কিছু শুরু করেন নতুনভাবে। তারই সূত্র ধরে ২০০৯ সালে রেজ রেকর্ডস থেকে প্রকাশ পায় রমার দ্বিতীয় একক অ্যালবাম ‘স্বপ্নযাত্রা’। এই অ্যালবামের সব গানের সুর ও সংগীত করেন মানাম আহমেদ। অডিও সিডির পাশাপাশি এফএম রেডিওর কল্যাণে গানগুলো ভালোভাবেই পৌঁছে যায় শ্রোতার কাছে। অ্যালবামের ‘এক মুঠো রোদ’, ‘স্বপ্নযাত্রা’সহ কয়েকটি গান খুব জনপ্রিয়তা পায়। ফলে নতুন করে আবারও আলোচনায় আসেন তিনি। অ্যালবামের জন্য রমা ‘সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’ও জিতেছিলেন। রমা বলেন, ‘সত্যি কথা বলতে কী, অনেক পরিশ্রম আর প্রচেষ্টার ফলে অডিওতে নিজের একটা অবস্থান তৈরি করতে পেরেছিলাম। তবে গান নিয়ে কখনোই অতিরিক্ত সিরিয়াস ছিলাম না। তাহলে হয়তো আরো সামনে যেতে পারতাম। তবে যতটুকু হয়েছে আমি হ্যাপি!’….read more
